ব্যাংক লকার অনুসন্ধান থেকে দুদক পরিচালককে অব্যাহতি

আরটিভি নিউজ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪৬ পিএম


দুদকের পরিচালক সায়েমুজ্জামানকে মামলা তদারকির দায়িত্ব থেকে প্রত্যাহার
ফাইল ছবি

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতি এবং লকার তদন্তকাজ থেকে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে তাকে কারণ দর্শানোরে নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও লকার নিয়ে নিয়মিত লেখার কারণে কমিশন থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুই সংস্থার মধ্যে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মামলা তদন্ত সংক্রান্ত তথ্যাদি কাজি সায়েমুজ্জামান তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে বিষয়টিতে আপত্তি জানিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে দুদককে চিঠি দেওয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতেই আজকে তাকে প্রত্যাহার করা হলো।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission